Sunday, March 25, 2012

শাকিব খান


শাকিব খান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শাকিব খান
জন্ম নাম
মাসুদ রানা শাকিব খান
জন্ম
২৮ মার্চ ১৯৮৩ (1983-03-28) (বয়স ২৮)
জন্মস্থান
অন্যান্য নাম
পেশা
অভিনেতা
কার্যকাল
১৯৯৯বর্তমান
উচ্চতা
'
পুরস্কার
'মেরিল-প্রথম আলো পুরষ্কার
শ্রেষ্ঠ অভিনেতা
২০০৭
২০০৮
২০১০
সি জে এফ বি পুরষ্কার
শ্রেষ্ঠ অভিনেতা
২০০৮
২০০৯
ওয়ালটন বৈশাখী স্টার অ্যাওয়ার্ড
শ্রেষ্ঠ অভিনেতা
২০১১
লাক্স চ্যানেল আই পারফর্মেন্স পূরস্কার
শ্রেষ্ঠ অভিনেতা
২০০৮
বি সি আর পুরষ্কার
শ্রেষ্ঠ অভিনেতা
২০০৯
বিশেষ পুরষ্কার
শ্রেষ্ঠ অভিনেতা
২০০৮
বিনোদন বিচিত্রা পুরস্কার
শ্রেষ্ঠ অভিনেতা
২০১০
ঢালিউড চলচ্চিত্র সঙ্গীত পূরস্কার
২০০৯
শাকিব খান (ইংরেজীতে English: Shakib Khan), একজন বাংলাদেশী জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা। শাকিব খান ঢালিউডে পদার্পণ করেন রফিকুল ইসলামের 'সবাই তো সুখী হতে চায়' ছবির মাধ্যমে। তিনি তিনি শাকিব খান নামে আবির্ভূত হন সোহানুর রহমান সোহানের 'অনন্ত ভালোবাসা' ছবির মাধ্যমে[]

সূচিপত্র

[সম্পাদনা] জীবনী

শাকিব খান জন্ম গ্রহণ করেন ঢাকায় একটি মুসলিম পরিবারে তাঁর বাবা ছিলেন একজন সরকারী দপ্তরের কর্মকর্তা এবং মাতা একজন গৃহিণী। তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা হলেন একমাত্ বোন মণি শাকিব খান এর ইচ্ছে প্রসঙ্গে বলেন, ইচ্ছে ছিল বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হব। কারণ আমি সাইন্সের ছাত্র ছিলাম। সব সময় বুকে লালন করতাম ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করব। এর বাইরে যে অপশনটি আমার মধ্যে কাজ করত তা হলো ইঞ্জিনিয়ার হওয়া। খুব পছন্দ ছিল এই পেশাটিও। কিন্তু এইচএসসি পরীৰা শেষ করার পর হঠাৎ করেই যেন ছোটবেলার স্বপ্নগুলো হারিয়ে যেতে থাকল। বলা চলে মনের অজানত্মেই অভিনয়ের প্রতি ঝোঁক চলে আসে। []

[সম্পাদনা] ক্যারিয়ার

[সম্পাদনা] অভিনেতা



নাম তার মাসুদ রানা। আবুল খায়ের বুলবুলের পরিচালনায় শাকিবের প্রথম ছবিসবাইতো সুখি হতে চায় ছবির শুটিং শেষ না হতেই তার সুনাম ছড়িয়ে পড়ে ঢালিউডের পরিচাললক প্রযোজকদের মাঝে। সবাই বলাবলি করে, ছেলেটি ভালো ফাইট করে। নাচে দুর্দান্ত, দেখতে সুন্দর আর দেখিয়ে দিলো ভালো অভিনয় করে। এটা ১৯৯৯ সালের কথা। শাকিব খান অভিনীত প্রথম ছবি সোহানুর রহমান সোহান পরিচালিতঅনন্ত ভালোবাসামুক্তি পায় ১৯৯৯ সালের ২৮ মে। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন চলচ্চিত্রের আরেক অভিনয় শিল্পী মৌসুমীর ছোট বোন ইরিন। যদিও তিনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন আফতাব খান টুলু পরিচালিতসবাই তো সুখী হতে চায়ছবির মাধ্যমে[] ছবিতে তার নাম ছিলমশাল ছবি হিসেবেঅনন্ত ভালবাসাখুব একটা সফল না হলেও নায়ক হিসেবে শাকিব খান সবার দৃষ্টি আকর্ষণ করেন এবং ধীরে ধীরে নিজেকে প্রতিদ্বন্দ্বী সকল নায়কের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান। আজ শাকিব খান চলচ্চিত্রের ওয়ান এন্ড অনলি নায়ক। পুরো ইন্ডাস্ট্রি একাই টেনে নিয়ে যাচ্ছেন আপন ক্যারিশমায়। দেখতে দেখতে তিনি ২৮শে মে ২০১১ সালে অভিনয়ের একযুগ পূর্ণ করেন। বাংলাদেশের চলচ্চিত্রের নায়ক হিসেবে রেকর্ডসংখ্যক পারিশ্রমিকের অধিকারী শাকিব খান সর্বশেষ চমক সৃষ্টি করেন চলচ্চিত্র 'শিল্পী সমিতির' নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়ে MEHEDI.......






[সম্পাদনা] চলচ্চিত্রের তালিকা   BOSS... MEHEDI....

বছর
চলচ্চিত্র
পরিচালক
সহশিল্পী
নোট
১৯৯৯
সোহানুর রহমান সোহান
ইরিন

২০০০
সবাইতো সুখি হতে চায়
আফতাব খান টুলু

এই ছবিতে প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন
২০০৩
এফ আই মানিক

২০০৫
মিজান

২০০৬
এফ আই মানিক

এফ আই মানিক

এফ আই মানিক

শাহিন সুমন

চাষী নজরুল ইসলাম
এই ছবিটি বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর এর সংক্ষিপ্ত গল্প সুভা অবলম্বনে নির্মান করা হয়.
২০০৭
এফ আই মানিক

পি কাজল
শাবনুর, নিপুণ

২০০৮
বদিউল আলম খোকন
সাহারা

এম. আজিযুর রহমান
জনা

সোহানুর রহমান সোহান

শাহাদাত হোসেন লিটন

পি কাজল
শাবনূর , রুমানা

জাকির হোসেন রাজু
অপু বিশ্বাস

উত্তাম আকাস
ফেরদৌস, মৌসুমী

২০০৯
শাহিন সুমন

জাকির হোসেন রাজু
মিম

মোহাম্মদ হোসেন জেমি

এম বি মানিক

এফ আই মানিক
স্বস্তিকা মুখার্জী

রাজু চৌধুরী
মৌসুমী , সাহারা

২০১০
জাকির হোসেন রাজু
অপু বিশ্বাস, রুমানা

শাহাদাত হোসেন লিটন
অপু বিশ্বাস, রুমানা

বদিউল আলম খোকন
অপু বিশ্বাস, আনান
বদিউল আলম খোকন
অপু বিশ্বাস
পি কাজল
অপু বিশ্বাস

মনতাজুর রহমান আকবর
অপু বিশ্বাস
এম বি মানিক
শখ

সোহানুর রহমান সোহান
নজরুল ইসলাম খান

সাফি ইকবাল
অপু বিশ্বাস

২০১১
মালেক আফসারি
অপু বিশ্বাস

শাহ আলাম কিরন

সোহানুর রহমান সোহান
অপু বিশ্বাস

এম বি মানিক
অপু বিশ্বাস
মুক্তি জুল, ২০১১
শাহিন সুমন
নিপুণ, সাহারা
মুক্তি ঈদে আগষ্ট ৩১, ২০১১
চাষী নজরুল ইসলাম
Completed shooting
সোহেল আরমান
বিন্দু
চলচ্চিত্রায়ন চলছে
মোহাম্মদ হোসেন জেমি
Completed shooting
২০১২
ডন
মোহাম্মদ হোসেন জেমি

প্রি-প্রোডাকশন
মোহাম্মদ হোসেন
নিপুণ, সাহারা
চলচ্চিত্রায়ন চলছে
এক কাপ চা
নঈম ইমতিয়াজ নেয়ামূল
ফেরদৌস
বিশেষ চরিত্রে

4 comments: